পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাংবাদিক ইউনিয়ন ক্লাবের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইফতার পূর্বক সময়ে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে রমজানের উপর তাৎপর্যপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করেন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পণের মঠবাড়ি উপজেলা প্রতিনিধি মাওলানা রেজাউল ইসলাম।
এছাড়া ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও একতা আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।