More

    মোবাইল কিনে না দেয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস

    অবশ্যই পরুন

    রংপুরে মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে বৃষ্টি নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (৩০ মে) বিকেলে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত বৃষ্টি ওই গ্রামের এমদাদ মিয়ার মেয়ে এবং শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন ধরে মোবাইল কিনে দেয়ার জন্য বায়না ধরেছে স্কুলছাত্রী বৃষ্টি। তার বাবা এমদাদ কয়েকদিন পর মোবাইল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু অভিমান করে শনিবার বিকেলে সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

    বিষয়টি নিশ্চিত করে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, প্রশাসনের লোকসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে- মোবাইল কিনে না দেয়ায় মেয়েটি অভিমান করে আত্মহত্যা করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...