বরিশালের হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুত্বর অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সুলতান তালুকদার (মোরগ) এবং মান্নান ডিলারের (টিউবওয়েল) কর্মীরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমে সংঘাতে জড়িয়ে পরে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উভয় প্রার্থীর সমর্থকেরা দুটি মিছিল বের করে। বরজালিয়া বাজারে মিছিল দুটি মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রুপ নেয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুত্বর আহত সুলতান তালুকদারের কর্মী সুমন বেপারী ও নিরব তালুকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।