More

    হিজলায় নৌকা মার্কার কর্মীর পা ভেঙে দিল প্রতিপক্ষ

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেমানিয়া ইউনিয়নের নৌকা মার্কা কর্মীদের হাত পা ভেঙে দিলেন প্রতিপক্ষ প্রার্থীর ভাই ভাতিজা ও কর্মীরা। রজানা যায়- মেমানিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ অলিউদ্দিনের নৌকা র্মাকা নিয়ে নির্বাচনের প্রচারে গিয়ে এ হামলার শিকার হন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

    হাসপাতালে চিকিৎসাধীন রফিক বাগা জানান, রোববার বেলা ১২ টার দিকে নৌকা মার্কা প্রচরণা শেষে ইন্দ্ররিয়া গ্রামের মন্নান খানের বাড়ির সামনে আসলে ঘোড়া মার্কার প্রার্থী মাস্টার নাসির উদ্দিনের ভাই সামীম, ভাতিজা রিফাত বিল্লাল মাসুদসহ প্রায় ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার শিকার জাফর বকশো ছেলে বারেক সরদারকে তৎক্ষণিক ঢাকায় পাঠনো হয়েছে এবং বাকিদের হিজলা উপজেলা হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হিজলা থানা অফিসার ইনর্চাজ অসিম কুমার সিকদার বরিশালটাইমসকে বলেন, আমি দুই চেয়ারম্যান প্রার্থী সর্মথকদের সংঘর্ষের কথা শুনে ঘটনা স্থানে চলে আসছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

    নৌকা মার্কার প্রার্থী ডাঃ অলিউদ্দিন বলেন, আমার কর্মীরা নৌকা মার্কায় ভোট চাইতে গেলে প্রতিপক্ষ প্রার্থী নাসির উদ্দিনের ভাই ভাতিজারা আমার কর্মীদের এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয়।

    ঘোড়া মার্কা প্রাথী মাস্টার নাসির উদ্দিনের নিকট হামলা বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার কর্মীরা পোস্টার বিলি করতে বাধা সৃষ্টি করে নৌকার সমর্থকরা, যা আমি রিটানিং কর্মর্কতাকে লিখিত অভিযোগ দিয়েছি। পরের দিন প্রচারণায় গেলে আমার কর্মীর ওপর হামলা করলে তারাও পাল্টা হামলা করে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...