পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অর্ধ গলিত একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) সকালে মিরুখালী ইউনিয়নের মুসুল্লি বাড়ি বাঁশবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করার জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোবাহান শরীফ জানান, গতকাল রাতে মুসুল্লি বাড়ি সংলগ্ন নির্জন একটি বাড়িতে ফেলে রাখা বালুর স্তুপ থেকে গন্ধ বের হলে স্থানীয়রা কিছুটা বালু সরাতেই মানুষের মাথা দেখে পুলিশে খবর দেয় তারা। সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের অবস্থা দেখে মনে হয় ৫/৬ দিন পূর্বে দুর্বৃত্তরা হত্যাকান্ড ঘটিয়ে লাশ বালুর মধ্যে গুম করে রাখে। এলাকায় কেউ নিখোঁজ না থাকায় দূরের কোন ব্যক্তির লাশ হতে পারে বলে ধারনা স্থানীয়দের। তবে কেউ কেউ জানায়, ৪/৫ দিন পূর্বে বাগেরহাট মোল্লার হাট থেকে একটি লোক এসেছিল। পোশাকের সাথে মিল আছে বলে জানান তারা।