More

    হিজলায় জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে নির্যাতন

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের নুর ইসলাম সরদারের সাথে একই বাড়ির ফারুক সরদারের সাথে জায়গা জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে গত ১৮ মে মঙ্গলবার ফারুক সরদারের ছেলেরা নুর ইসলাম সরদারকে মারধর করে। এ ঘটনায় নুর ইসলাম সরদার হরিনাথপুর ফাঁড়িকে অবহিত করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনা ফাঁড়ির ইনচাজ মাহিদুল ইসলামকে বৃহস্পতিবার সমঝোতার জন্য ফারুক সরদার আশ্বাস দেন।

    ফাঁড়িতে অভিযোগ দেওয়াতে ফারুক সরদারের ছেলে নজিব সরদার তার ভাতিজা রাশেদ সরদার ও বিপ্লব খন্দকারসহ ১০ থেকে ১২ জনে একটি বাহিনী ক্ষিপ্ত হয়ে শুক্রবার সাড়ে ১২টায় নুর ইসলাম সরদারের বাড়িতে হামলা করে। এ সময় নুর ইসলাম সরদারকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী সাহানুর ও স্কুল পড়ুয়া মেয়ে নুর নাহারকে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয় লোকজন মা ও মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য হিজলা উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহানুর বেগম জানতে চাইলে তিনি হামলা ঘটনাসহ শ্লীলতাহানীর চেষ্টা করে বলে জানায়।

    হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরদারের নিকট হামলার ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আসলে ঘটনাটি মিথ্যা। গত মঙ্গলবার একটি ঘটনায় আমি সমাধান করে দেই। প্রকৃত ঘটনা হচ্ছে, নুর ইসলাম আমার চাচাতো ভাই। কিছুদিন পূর্ব হরিনাথপুর ইউনিয়নে রাজনৈতিক একটি মামলায় আমার চাচাতো ভাইয়ের ছেলেরা আসামী হয়। তার জেরে আমার বিরুদ্ধে অপপ্রচার যড়যন্ত্র করছে। এ ব্যপারে নুর ইসলাম সরদারের স্ত্রী সাহানুর বেগম হিজলা থানায় অভিযোগ করে।

    অভিযোগের সত্যতা স্বীকার করে হিজলা থানা উপ-পরিদশক তারিকুল হাচান রাসেল বলেন আমি একটি অভিযোগ পেয়েছি, তদন্তে পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...