More

    টস জিতে ব্যাটিংয়ে বরিশাল

    অবশ্যই পরুন

    বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নামছে প্রথম ম্যাচে জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স। সিলেটের দ্বিতীয় ম্যাচ হলেও বরিশালের এটিই প্রথম ম্যাচ এবারের আসরে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

    ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম থাকলেও আজ দলের হয়ে অধিনায়কত্ব করবেন মিরাজ। অন্যদিকে, সিলেটের হয়েও আজকের ম্যাচে টস করতে নামেননি মাশরাফি। তার পরিবর্তে টস করতে যান মুশফিকুর রহিম।  সিলেট চাইবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে আর বরিশাল চাইবে জিতেই বিপিএলের নতুন আসর শুরু করতে।

    সিলেট স্ট্রাইকার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

    ফরচুন বরিশাল একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), এনামুল হক, হায়দার আলী, সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ,  করিম জানাত, কামরুল ইসলাম, চতুরাঙ্গা ডি সিলভা, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...