নিজেদের প্রথম ম্যাচে বড় স্কোর নিয়েও জিততে পারেনি ফরচুন বরিশাল। হোঁচট খেয়ে সাবধানী এখন সাকিব আল হাসানের দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে তাই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে তারা। সে বার্তার বাস্তবায়নে সফল হয়েছেন সাকিব। ইনিংসের প্রথম বলেই তুলে নিয়েছেন উইকেট।
মঙ্গলবার (১০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স। ম্যাচটিতে টস জিতে রংপুরের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। রংপুরের হয়ে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান। আর বল হাতে নেমে প্রথমেই নাঈমকে আউট করেন সাকিব। ঘূর্ণি বলের বাঁক বুঝতে পারেননি এই ওপেনার। তাতে ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতে। ওভারটি সাকিব ৫ রান দিয়ে শেষ করেন।
তবে সাকিবের তুলনায় দ্বিতীয় ওভারটি ব্যয়বহুল করেন খালেদ আহমেদ। সেটি পুষিয়ে তৃতীয় ওভারে উইকেট তুলে নেন এবাদত হোসেন। ২.২ ওভারে আরেক ওপেনার শেখ মেহেদী হাসানকে ফেরান এবাদত। আর ৪.৪ ওভারে রংপুরের ব্যাটসম্যান সিকান্দার রাজাকে বোল্ড করেন চতুরঙ্গ ডি সিলভা। তাতে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।
বিপিএলের নবম আসরটি হার দিয়ে শুরু হয়েছে বরিশালের। সাকিবের ৩১ বলে ৬৭ রানের ঝোড়ো গতির ইনিংসও বাঁচাতে পারেনি দক্ষিণাঞ্চলের দলটিকে। ১৯৪ রানের বড় স্কোরের পরও জয়ের দেখা পায়নি সাকিবরা। সিলেটের বিপক্ষে দুর্দান্ত স্কোরের পরও বাজে ফিল্ডিংয়ে ম্যাচ হাতছাড়া করে ফরচুন বরিশাল।
তাই রংপুরের বিপক্ষে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে দ্বিতীয় জয়ের খোঁজে রংপুর। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচে বিপিএলের দেশীয় ক্রিকেটারদের মধ্যে দ্রততম ফিফটির রেকর্ড গড়েছেন রনি তালুকদার। দেশি-বিদেশি তারকারা সবাই আছেন দারুণ ছন্দে।
বরিশাল নিউজ/স্ব/খ