More

    রংপুরকে হারিয়ে বরিশালের প্রথম জয়

    অবশ্যই পরুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে বরিশাল। এবারের আসরে এটি বরিশালের প্রথম জয়।

    রংপুরের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে বরিশাল পৌঁছে যায় ৪ বল হাতে রেখে। বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়েই নামেননি। ইব্রাহিম জাদরান খেলেছেন ৫২ রানের ইনিংস। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ৪৩ রান।

    এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে রাইডার্স। ওপেনার নাঈম শেখ আউট হন ইনিংসের প্রথম বলেই। অপর ওপেনার রনি তালুকদার খেলেন ২৮ বলে ৪০ রানের ইনিংস। ব্যাট হাতে ব্যর্থ মেহেদী হাসান (৬) ও সিকান্দার রাজা (২)। তবে দলের হাল ধরেন মালিক। ৩৬ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...