More

    কালকিনিতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    সাবেক ইউপি চেয়ারম্যানের দলে যোগদান করার অপরাধে মাদারীপুরের কালকিনিতে মোহাম্মদ আলী  তালুকদার(৬০) নামে এক ইউপি সদস্যকে নামাজ পড়তে যাওয়ার সময় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আজ বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত ওই ইউপি সদস্য উপজেলার আলীনগর ইউপি পরিষদের কোলচরী সস্তাল গ্রামের ৩ নং ওয়ার্ডের সদস্য। পরে খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
    পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, আলীনগর ইউপি পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সঙ্গে প্রথমে দল করতেন ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদার। পরে সাহিদ পারভেজের দল ভালো না লাগায় তার সাথে দল করা বাদ দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের দলে যোগদান করেন মোহাম্মদ আলী। আর এতে করে ক্ষীপ্ত হয়ে বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের দলের বেশ কিছু লোকজন মিলে ইউপি সদস্য মোহাম্মদ আলীকে একা পেয়ে রাম দা দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।
    ইউপি সদস্য মোহাম্মদ আলীর ভাই জাকির তালুকদার জানান, আমার ভাইকে বিনা অপরাদে পরিকল্পিতভাবে সাহিদ পারভেজের লোকজন হত্যার উদ্দেশ্যে  কুপিয়ে জখম করেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমুলক বিচার চাই। আমরা মামলা করেছি।
    এ বিষয় জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাহিদ পারভেজ ঘটনা অস্বীকার করেন। সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন জানান, আমার সঙ্গে মোহাম্মদ আলীর সুসম্পর্ক থাকায় ক্ষীপ্ত হয়ে সাহিদের লোকজনরা এ ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে।
    এ ব্যাপারে কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, আমরা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
    বরিমাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...