আজ ফজর নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাবলীগ জামাতের প্রথম পর্বের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা। রাজধানী ঢাকার জিরোপয়েন্ট থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে আয়োজন করা হয়েছে এ বিশ্ব ইজতেমার।
ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন ইজতেমায় সফলতা কামনা করে।
আজ উপমহাদেশের বৃহৎ জুমা নামাজ অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা ময়দানে। ইজতেমায় অবস্থান করা মুসল্লীসহ ঢাকা টঙ্গী উত্তরা গাজীপুর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজকের জুমা নামাজে যোগ দিতে সকাল থেকে রওনা দিয়েছেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দিকে। জুমা নামাজের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।
ইজতেমার ছয় উছুল নিয়ে আলোচনা হচ্ছে বাদ ফজর থেকে।। আল্লাহকে রাজিখুশি রাখতে কি কি আমল করতে হবে তা নিয়ে চলছে আম বয়ান। ইজতেমায় শীর্ষ মুরুব্বিগন মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান করছেন। ইজতেমা মাঠের মাঝ বরাবর থাকা মঞ্চ থেকে মাইকের সাহায্য বয়ান প্রচার করা হচ্ছে। মুসল্লীরা মাঠে অবস্থান করে বয়ান শোনছেন মনযোগ দিয়ে এবং তা আমল করছেন নিজ সাথীদের নিয়ে। নিজেদের জান মাল খরচ করে বিশ্ব ইজতেমায় অবস্থান করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার সকাল থেকে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, মুসল্লীদের ভীড়ে এক বর্গ কিলোমিটারের বিশাল চটের ছাউনির প্যান্ডেলটি কানায় কানায় ভরে গেছে। মাঠের কোথাও তিল ধারনের ঠাই নাই। মুসল্লীরা মাঠে জায়গা না পেয়ে রাস্তার ফুটপাতে অবস্থান নিয়েছেন। এমনকি ৩ তলা টয়লেট বিল্ডিংয়ের ছাদেও ঠাই নিতে শুরু করেছেন অনেকে।
শুক্রবার সকাল পর্যন্ত ৪০ দেশের দেড় হাজার বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।
মুসল্লিদের আল্লাহুআকবর ধ্বনিতে মুখর এখন টঙ্গীর তুরাগ পাড়। বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ইজতেমায় আনুষ্ঠানিকতা। এবার মুসল্লিদের জমায়েতে আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে আশা করছেন আয়োজকরা।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত এবং ছিনতাই-পকেটমারসহ নানা অপরাধ রুখতে ভ্রাম্যমাণ আদালত থাকবে।
বরিশাল নিউজ/স্ব/খ