More

    ৫১ দিনের ভারতের দীর্ঘ দীর্ঘযাত্রার প্রমোদতরী আসবে বাংলাদেশেও

    অবশ্যই পরুন

    যাত্রাপথ মোট ৫১ দিনের। তিন হাজার ২০০ কিলোমিটারের নদীপথ। ভারতের কাশি থেকে শুরু হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে আসামের ধিব্রুগড় পর্যন্ত। এতটা পথ পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী গঙ্গা বিলাস। এ যাত্রা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকেই।

    এরই মধ্যে এ যাত্রার সূচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ৫১ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন নদনদী ঘুরে আসামের ধিব্রুগড়ে পৌঁছাবে এ প্রমোদতরী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে ।

    জানা গেছে, গঙ্গা-ভগীরথী-হুগলি, ব্রহ্মপুত্র, ভারতের ওয়েস্ট কোস্ট ক্যানালসহ ২৭টি নদীকে পাড়ি দিতে হবে এ প্রমোদতরীকে। এ ছাড়া পেরিয়ে যাবে ৫০টি বড় পর্যটন কেন্দ্র।

    এর মধ্যে কিছু ঐতিহ্যবাহী স্থাপনাও রয়েছে। বারাণসিতে রয়েছে বিখ্যাত গঙ্গাআরতী, রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সুন্দরবন। এ প্রমোদতরী বাংলাদেশের ভেতর দিয়ে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

    জাতীয় পানিপথবিষয়ক এজেন্সির দায়িত্বপ্রাপ্ত ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বেসরকারি পর্যায়ে নিয়মিত চলাচল করবে এ প্রমোদতরী। তিনি বলেন, সরকার অভ্যন্তরীণ পানিপথের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে দৃষ্টি দিয়েছে। তাই আমরাও নদীর গভীরতাসহ নানা সুবিধা নিশ্চিত করতে কাজ করছি। ভারত-বাংলাদেশ প্রটোকল রুট এ ক্রুজ সার্ভিস পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের সভ্যতা গড়ে উঠেছে নদীর সঙ্গে। নদীভিত্তিক পর্যটন উন্নত অভিজ্ঞতা দেবে, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেবে।

    ভারতীয় সংবাদমাধ্যম  জানিয়েছে, ‘গঙ্গা বিলাস’-এর ভেতরে রয়েছে পর্যটকের মনোরঞ্জনের ব্যাপক আয়োজন। গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে রয়েছে শরীরচর্চা, রূপচর্চার কেন্দ্র। এ প্রমোদতরীতে থাকতে পারবে ৮০ জন যাত্রী। ভেতরে রয়েছে মোট ১৮টি কেবিন। এলইডি টিভি থেকে শুরু করে রয়েছে সাজানো শৌচাগার, বারান্দা।

    সম্প্রতি ভারতের শিপিং ও পানিপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন, ‘উপকূল এবং নদীতে নৌ চলাচল, বিশেষ করে ক্রুজ সার্ভিসসহ অন্যান্য পরিষেবাকে অগ্রাধিকার দিয়েছে সরকার।

    বরিশাল নিউজ/স্ব/খ 

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...