More

    চট্টগ্রামে পুড়ে অঙ্গার একই পরিবারের ৫ জন

    অবশ্যই পরুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসত ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর পারুয়া গ্রামের বসাকপাড়ার খোকন বসাকের বাড়িতে এ আগুন লাগে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মাটির চুলায় লাকড়ি শুকাতে দিয়েছিল পরিবারের সদস্যরা। সেই লাকড়ি থেকে আগুন লাগে।

    তিনি জানান, মুহূর্তেই আগুনে পুড়ে অঙ্গার হয় কাঙ্গাল বসাক (৭৪), তার স্ত্রী নমিতা বসাক, তাদের পুত্রবধূ লাকি বসাক, লাকি বসাকের দুই সন্তান স্মরণিকা বসাক ও সৌরভ বসাক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে। এরপর মরদেহ রাঙ্গুনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ছাড়া দগ্ধ অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কীও বলেছেন, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয় এবং পরে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। রান্নাঘর ও বসতঘরের মধ্যে একটি ফাঁকা কক্ষে প্রচুর কাঠের লাকড়ি ও পাতা ছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাঁচজনের মৃত্যু হয়।

    একজন দগ্ধ হয়েছে, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

     বরিশাল নিউজ/ স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...