More

    প্রেমিকের বাড়িতে মাকে সঙ্গে নিয়ে অনশনে প্রেমিকা

    অবশ্যই পরুন

    শেরপুরে বিয়ের দাবিতে মাকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। গতকাল শুক্রবার বিকেল থেকে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী মহল্লার আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

    এ ঘটনার পর আব্দুস সাত্তারের ছেলে প্রেমিক জাসরুল ইসলামসহ বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে। প্রেমিকার বাড়ি উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামে।

    প্রেমিকা জানান, প্রায় এক বছর আগে প্রেমিক জাসরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে চলে মন দেওয়া নেওয়া। এক পর্যায়ে প্রেমিক জাসরুল ইসলাম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ভুক্তভোগী বলেন, ‘জাসরুলের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। এখন আমাকে বিয়ে না করলে আমি কোথায় যাব? এজন্য আমি এই বাড়িতে এসেছি। এখানে তার মা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। ওই সময় আমি ট্রিপল নাইনে কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। আমি এর বিচার চাই।’

    ওই তরুণীর মা বলেন, ‘বিয়ের কথা বলে আমার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। আমার মেয়ের সাথে অনেক সময় রাত কাটিয়েছে। এখন আমার মেয়েকে ফেলে অন্যত্র বিয়ের করার খবর শুনে আমরা তার বাড়িতে এসেছি। আমরা চাই এর বিচার হোক।’  ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন প্রেমিক জাসরুল ইসলামের বাবা আব্দুল সাত্তার। তিনি জানান, ঘটনাটি সাজানো। তারা তার ছেলেকে হেয় প্রতিপন্ন করার জন্য এই বাড়িতে অবস্থান করছেন। ফোন বন্ধ থাকায় প্রেমিক জাসরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পৌরসভার কাউন্সিলর শাজাহান কবির। তিনি বলেন, ‘তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে এক সাথে কয়েকটি ছবি দেখিয়েছে। এখন ছেলে পক্ষের কেউ বাড়িতে নেই।  এ ঘটনা নিয়ে শহরে উৎসুক মানুষের মাঝে চলছে মুখরোচক আলোচনা।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...