More

    আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

    অবশ্যই পরুন

    গাজীপুরের টঙ্গীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে শুরু হয়ে ১০টা ২০ মিনিটে মোনাজাত শেষ হয়। মোনাজাতে অংশ নিতে মাঠে জায়গা না হওয়ায় আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন মুসল্লিরা।

    হেদায়েতি বয়ান শেষে ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের।

    আখেরি মোনাজাতে দেশের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের শান্তি কামনা করা হয়। এ ছাড়া মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দোয়া করা হয়। এ সময় কান্না জড়িতকণ্ঠে মুসল্লিরা আমিন-আমিন ধ্বনি করেন।আগামী ২০ থেকে ২২ জানুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

    ইজতেমাস্থল ও এর আশপাশের তিনটি সড়কে যান চলাচলের নির্দেশনা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরপর আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাতেই টঙ্গীর তুরাগতীরে অবস্থান নেন লাখো মুসল্লি।

    ইজতেমার আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, ‘আজ আখেরি মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লির সমাগম ঘটে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে ময়দান থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে মাইকের ব্যবস্থা করেন।

    বরিশাল নিউজ/এসএলটি 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবির অডিটরিয়াম নির্মাণে খাল ভরাটের অভিযোগ, স্থানীয়দের উদ্বেগ

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অডিটরিয়াম ভবনের কাজকে ঘিরে পরিবেশগত উদ্বেগ তৈরি হয়েছে।...