More

    মাদারীপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহব্বায়ক আলাউদ্দিন তালুকদারের নেতৃত্বে বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেনের সহযোগীতায় বিএনপির নেতা জব্বার বেপারী,

    উপজেলা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম ও বিএনপি নেতা সালাহউদ্দিন অশ্রু তাদের উপস্থিতিতে বিদ্যুৎতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার মুক্তির দাবিতে উত্তর ডাসার বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

    এ মিছিল শেষে হলে বিএনপির কার্যালয়টি ভাংচুর চালায় আ.লীগের কর্মীসমর্থকরা। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আ.লীগ নেতা জানান, বিএনপি মিছিল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। তাই এ ঘটনা ঘটেছে।

    উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার, মোঃ ইসমাইল হোসেন উপজেলা ছাত্রদল নেতা রুবেল আকন,সালাউদ্দিন অশ্রু বলেন, আমরা শান্তিপূর্ন কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু আ.লীগের কর্মী সমর্থকরা  আমাদের অফিস ভাংচুর করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

    এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

    মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন ,কালকিনি ও ডাসার প্রতিনিধি

    বরিশাল নিউজ/এম/স

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...