জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, ‘আমাদের যে রোডম্যাপ আছে, সে রোডম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। প্রস্তুতি রয়েছে এবং আমরা যথাসময়ে (দ্বাদশ জাতীয়) নির্বাচন করব।’
জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তারা।
রোডম্যাপ অনুযায়ী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের ব্যাপারটি ইইউ প্রতিনিধিদের কাছেও তুলে ধরা হয়েছে বলে জানান হাবিবুল আউয়াল।
দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক চলে দেড় ঘণ্টা। এতে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াইটলিসহ ১১ জন প্রতিনিধি ছিলেন।
বরিশাল ডট নিউজ /স্ব/খ