More

    নির্বাচন হবে যথাসময়ে: সিইসি

    অবশ্যই পরুন

    জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    তিনি বলেছেন, ‘আমাদের যে রোডম্যাপ আছে, সে রোডম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। প্রস্তুতি রয়েছে এবং আমরা যথাসময়ে (দ্বাদশ জাতীয়) নির্বাচন করব।’

    রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
    বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কিছু বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, এ কারণে নির্বাচনী পরিবেশটা অনুকূলে আসেনি। অচিরেই এই মতপার্থক্য দূর হয়ে যাবে।’

    জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তারা।

    রাজনৈতিক দলগুলোর অংশ নেয়ার বিষয়ে সিইসি বলেন, ‘শেষমেশ সব দল নির্বাচনে আসবে, সে বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করেছি, তবে সে বিষয়ে আমরা নিশ্চিত করে…আমরা বলেছি যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয়, তাহলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে।’

    রোডম্যাপ অনুযায়ী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের ব্যাপারটি ইইউ প্রতিনিধিদের কাছেও তুলে ধরা হয়েছে বলে জানান হাবিবুল আউয়াল।

    দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক চলে দেড় ঘণ্টা। এতে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াইটলিসহ ১১ জন প্রতিনিধি ছিলেন।

    বরিশাল ডট নিউজ /স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...