More

    বাংলাদেশ আজ দ. আফ্রিকার মুখোমুখি হবে

    অবশ্যই পরুন

    পচেফস্ট্রুমে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে গ্রুপ-১ এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শনিবার (২১ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ।

    বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। সুপার সিক্সে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৫ জানুয়ারি বুধবার পচেফস্ট্রুমে বিকেল পৌনে ৬টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

    নিয়মনুযায়ী, চারটি গ্রুপের সেরা তিনটি দল দু’টি গ্রুপে সুপার সিক্স পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ ‘এ’ থেকে সেরা তিন দল ও গ্রুপ ‘ডি’র সেরা তিন দল নিয়ে হবে সুপার সিক্সে গ্রুপ-১এর লড়াই। আবার গ্রুপ ‘বি’ থেকে সেরা তিন দল ও গ্রুপ ‘সি’র সেরা তিন দল নিয়ে সুপার সিক্সে গ্রুপ-২। সুপার সিক্সের দু’টি করে ম্যাচ খেলবে প্রত্যক দল।

    গ্রুপ পর্বে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে পরের রাউন্ডের টিকিট পাওয়া অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় ভারত। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে খেলা যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

    সুপার সিক্সে গ্রুপ-১ এ বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত। সুপার সিক্সে গ্রুপ-১ এ আগামীকাল দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ। ২৫ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

    সুপার সিক্স গ্রুপ-২ এ আছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে উঠবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    অনলাইন ডেস্ক: বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ...