রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি বলেছেন, আমি নিশ্চিত নই যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আদৌ বেঁচে আছেন কি না।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সুইজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে এক আয়োজনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক অনলাইন বক্তৃতায় জেলেনস্কি বলেন, তিনি (পুতিন) বেঁচে আছেন কি না তা আমি পুরোপুরি বুঝতে পারছি না। তিনিই কি সিদ্ধান্ত নেন, নাকি অন্য কেউ, একটি নির্দিষ্ট গোষ্ঠী।
আমার কাছে কোন তথ্য নেই। পুতিনের উদ্দেশে তিনি আরও বলেন, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কীভাবে ইউরোপীয় নেতাদের একটি বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারেন এবং পরের দিন অন্য দেশে একটি পরিপূর্ণ আক্রমণ শুরু করতে পারেন? আমি ঠিক বুঝতে পারছি না, আমরা আসলে কার সঙ্গে কাজ করছি।
এদিকে জেলেনস্কির এমন মন্তব্যের পর ক্রেমলিন বলছে, পুতিন কিংবা রাশিয়া—কারোরই অস্তিত্ব না থাক, এটাই চান ইউক্রেনের প্রেসিডেন্ট।
বরিশাল ডট নিউজ/ স্ব/খ