More

    বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ সিলেটে

    অবশ্যই পরুন

    চলতি বছরের মার্চে বাংলাদেশ আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সফরের সূচি এখনও বিস্তারিত জানানো হয়নি দুই দেশের বোর্ডের পক্ষ থেকে। তবে নাদেল চৌধুরীর বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে আইরিশরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিলেট বিভাগের প্রতিনিধি এবং বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল বলেছেন, ‘সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ড তাদের সফর শুরু করবে এবং আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুতি আছি।’
    বাংলাদেশ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ১টি টেস্ট খেলার কথা রয়েছে আয়ারল্যান্ডের। ১২ অথবা ১৩ মার্চ তাদের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। বোর্ডের তৈরি খসড়া সফরসূচি অনুযায়ী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেটে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরপর একমাত্র টেস্ট খেলে সফর শেষ করবে আইরিশরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪-৮ এপ্রিল পাঁচ দিনের ম্যাচটি হওয়ার কথা রয়েছে।
    এদিকে, আরেকটি সোর্সের বরাত দিয়ে ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, টেস্ট ম্যাচটি একদিন এগিয়ে ৩ এপ্রিলও শুরু হতে পারে। সেটা যাই হোক, এটা নিশ্চিত যে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময়ই ধেয়ে আসছে টাইগারদের দিকে। আগামী ১ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। অর্থাৎ এই লড়াইয়ের পর আইরিশ সিরিজের জন্য প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময় পাবে না টাইগাররা।
    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...