ভারতে ফুটবল খেলার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক ফুটবলার হানিফ রশিদ ডাবলু। রাজধানীর আরামবাগ এলাকায় বসবাস করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
স্থানীয় সূত্র জানায়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাটের স্থানীয় গ্রিন ল্যান্ড ডুয়ার্স ক্লাবের উদ্যোগে ২২ ও ২৩ জানুয়ারি বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সাবেক ফুটবলারদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। প্রথমদিন ম্যাচ শুরুর ১৫ মিনিট পর হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই পড়ে যান হানিফ রশিদ। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। খবর সংবাদ প্রতিদিনের।
জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, বানারহাটের একটি ক্লাব ফুটবল খেলার আয়োজন করেছিল। খেলার সময় মাঠেই বাংলাদেশি ফুটবলার অসুস্থ হয়ে পড়েন বলে জেনেছি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বরিশাল ডট নিউজ/স্ব/খ