More

    আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদন্ড

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করায় ওই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

    ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, রোববার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের রামেরবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার অভিযান চালিয়ে ওই বাজারের চটপটি ব্যবসায়ী এবং পাশ্ববর্তি অশোকসেন গ্রামের মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে শাহীন মোল্লাকে (৪৫) গাঁজাসহ আটক করে। আটক শাহীন দীর্ঘদিন যাবত চটপটি ব্যবসার আড়ালে গাঁজা সেবন ও ব্যবসা করে আসছিলো।

    আটক শাহীন ভ্রাম্যমান আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন মাদক ব্যবসায়ী শাহীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শহীনকে গতকাল সোমবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১১ টায়...