More

    সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন সালাম

    অবশ্যই পরুন

    হেলমেট পরে সাইকেল চালিয়ে যাচ্ছেন সালাম নামের এক ব্যক্তি। সাইকেলের সামনে পেছনে ঝোলানো থাইল্যান্ডের ছোট একটি পতাকা। সাইকেলের সামনে একটি কাগজে ইংরেজিতে লেখা ‘বাইক ফর হজ’।

    শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে সাইকেল চালিয়ে ৬৪ বছর বয়সী এই বৃদ্ধ মাগুরা আসেন। সেখানে রাত্রিযাপন শেষে রবিবার সকালে তিনি যশোরের বেনাপোলের উদ্দেশে রওনা দেন।

    ইসা আব্দুল্লাহ সালাম জানান, তিনি বেনাপোল দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করবেন। তারপর পাকিস্তান, ইরান, কাতার, বাহরাইন হয়ে সৌদি আরব পৌঁছাবেন।

    মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সময় স্থানীয় হাবিবুল আলমের সঙ্গে ইসা আব্দুল্লাহর পরিচয় হয়। তিনি তাকে তার যাত্রার কথা জানান। হাবিবুল আলম তাকে আথিতেয়তা দেন।

    সকালে যাত্রার পূর্ব মুহূর্তে তিনি বলেন, সাইকেল চালিয়ে ছয় দেশ পেরিয়ে সৌদি আরবে পৌঁছাতে তার ছয় মাস সময় লাগবে। হজ পালন শেষে সাইকেলে চড়েই তিনি ভিন্ন পথে থাইল্যান্ডে ফিরবেন। এতে তার এক বছর সময় লেগে যেতে পারে।

    ইসা আব্দুল্লাহ জানান, তিনি থাইল্যান্ডের নাগরিক। বাড়ি দেশটির উত্তরাঞ্চলীয় সিয়াং রাই প্রদেশে। পরিবারে তার স্ত্রী রয়েছেন। কোনো সন্তানাদি নেই তাদের। যুবক বয়সে তিনি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন। এবার তিনি তৃতীয়বারের মত হজে যাচ্ছেন।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১১ টায়...