More

    টাঙ্গাইলে পাগলা মহিষের আক্রমণে নিহত ৩

    অবশ্যই পরুন

    টাঙ্গাইলের দেলদুয়ারে একটি পাগলা মহিষের আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। রোববার সকালে এ তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেনÑ উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান, কিতাব আলী ও হাজেরা বেগম। তাঁরা তারুটিয়া গ্রামের বাসিন্দা।

    সোমবার রাত পৌনে নয়টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী এবং রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়। এর আগে গত রোববার সকালে হাজেরা বেগমের মৃত্যু হয়।

    দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, রোববার সকালে তারুটিয়া গ্রামের সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায় পাগলা মহিষটি। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই দিন বেলা তিনটার দিকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। পরে হাসমত আলী ও কিতাব আলী মারা যান।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন...