More

    বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ

    অবশ্যই পরুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বিমানবন্দরে তাদের বরণ করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সমর্থকদের বিশ্বাস, আকবরদের মতো এবার প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস গড়বে টিম টাইগ্রেস।
    ঢাকা টু দক্ষিণ আফ্রিকা। প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি। স্মিত হাসি তাই আগেই মলিন হয়েছে। ধীর পায়ে ধীরলয়ে একে একে বের হলেন জাহানারা, ফাহিমা, শামীমারা। মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগের চার আসরের ১৬ ম্যাচে যেখানে এসেছিল মোটে এক জয়। তবে লাকি কন্ডিশন, প্রোটিয়াদের মাটি বলেই যত আশা। যে মাঠে ২০২০ সালে বিজয় কেতন উড়িয়ে ছিলেন ইয়াং টাইগাররা।
    জাতীয় দল গেল বছর জিতেছিলো ওয়ানডে সিরিজ। অনূর্ধ্ব-১৯ নারী দলও খেলছে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট। তাই তো জ্যোতিদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা, ছুঁয়েছে আকাশ। যদিও বিমানবন্দরে সময় সংবাদের সঙ্গে কথা বলেননি দলের কোনো সদস্য। টিম ম্যানেজমেন্টেরও মুখে তালা। তবে ঠিকই টাইগ্রেসদের বরণ করতে নিয়ে উপস্থিত ছিলেন প্রবাসীরা। তাদের প্রত্যাশা পারফম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ইতিবাচক ক্রিকেট উপহার দেবে টিম টাইগ্রেস।
    ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ঢাকা থেকে যাওয়া ১২ ক্রিকেটারের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ স্কোয়াড থেকে বহরে যোগ দেবেন আরও তিনজন।
     বরিশাল ডট  নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন...