More

    রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আজ

    অবশ্যই পরুন

    রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। বেলা দুইটা থেকে আধা ঘণ্টা ওই বৈঠক হয় স্পিকারের কক্ষে। বিকেলে নির্বাচন কমিশনে ফিরে সিইসি আলোচনা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ করতে হয়।

    সিইসি বলেন, ‘আমাদের সাক্ষাৎকার সংক্ষিপ্ত ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সভা করে আমরা তফসিল উন্মুক্ত করব। তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

    বর্তমানে জাতীয় সংসদে ছয়টি আসন শূন্য রয়েছে। এ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো জটিলতা তৈরি হবে কি না—জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ৬টি বা ১০০টি আসন কোনো বিষয় নয়। বর্তমানে যাঁরা বিদ্যমান জাতীয় সংসদ সদস্য, তাঁদের পাঁচজন বিদেশে থাকতে পারেন, সেটা নির্বাচনে কোনো হ্যাম্পার করবে না।’

    সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। সেদিক থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে।

    ধারণা করা হচ্ছে, সংসদের চলতি অধিবেশনেই অর্থাৎ ৯ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সে ক্ষেত্রে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই আওয়ামী লীগকে রাষ্ট্রপতি পদে একজনকে মনোনয়ন দিতে হবে।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...