More

    কলম্বিয়ার কাছে হেরে ছিটকে গেল আর্জেন্টিনা

    অবশ্যই পরুন

    টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না আর্জেন্টিনার সামনে। এমন বাঁচা-মরার লড়াইয়ে ১-০ গোলে হেরে গিয়ে অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে লিওনেল মেসির উত্তরসূরিরা। কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেস।

    আজ শনিবার এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু বারবার আক্রমণ করেও জালের ঠিকানা খুঁজে পায়নি তারা। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে কাস্টিল্লিলো মানোমার অ্যাসিস্টে গোল করেন মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেস। এই গোলের সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল না হলে আর্জেন্টিনার বিদায়ে কলম্বিয়া পরের রাউন্ড নিশ্চিত করে।
     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...