মারা গেছেন পুলিশের গুলিতে জখম ভারতের ওড়িশা রাজ্যের সেই স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস। রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে গোপাল দাস নামে এক পুলিশ কর্মকর্তা গুলি করেন বলে অভিযোগ উঠেছে। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের বুকে পরপর দু’বার গুলি করা হয়। সঙ্গে সঙ্গেই ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নবকিশোরকে।
সেখান থেকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে রবিবার সন্ধ্যায় জানানো হয়েছে, ‘‘অত্যন্ত দ্রুত তাঁকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। তাঁর ক্ষতস্থানে জরুরি চিকিৎসার পাশাপাশি তাঁকে আপৎকালীন আইসিইউ পরিষেবাও দেওয়া হয়েছি। কিন্তু কোনও চেষ্টাই শেষপর্যন্ত কাজে লাগেনি।’’