More

    মারা গেছেন গুলিবিদ্ধ ওড়িশার সেই স্বাস্থ্যমন্ত্রী

    অবশ্যই পরুন

    মারা গেছেন পুলিশের গুলিতে জখম ভারতের ওড়িশা রাজ্যের সেই স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস। রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

    এর আগে দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে গোপাল দাস নামে এক পুলিশ কর্মকর্তা গুলি করেন বলে অভিযোগ উঠেছে। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের বুকে পরপর দু’বার গুলি করা হয়। সঙ্গে সঙ্গেই ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নবকিশোরকে।

    সেখান থেকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে রবিবার সন্ধ্যায় জানানো হয়েছে, ‘‘অত্যন্ত দ্রুত তাঁকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। তাঁর ক্ষতস্থানে জরুরি চিকিৎসার পাশাপাশি তাঁকে আপৎকালীন আইসিইউ পরিষেবাও দেওয়া হয়েছি। কিন্তু কোনও চেষ্টাই শেষপর্যন্ত কাজে লাগেনি।’’

    হাসপাতাল সূত্রে খবর, বুকে গুলি লাগায় জখম হয়েছিল মন্ত্রীর হৃদযন্ত্র। তবু কৃত্রিম ভাবে সেটি চালানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় মন্ত্রীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। দ্রুত তার অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে খবর সন্ধ্যায় মারা যান ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস।
     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...