More

    হুগলি নদীতে মুখোমুখি সংঘর্ষে একটি বাংলাদেশি জাহাজ ডুবি

    অবশ্যই পরুন

    দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষে হুগলি নদীতে ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানা এলাকার হুগলি নদীর পয়লা নম্বর ১ এলাকায়।

    জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়ে ছাই বোঝাই কার্গো জাহাজটি বাংলাদেশ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাংলাদেশি জাহাজ কার্গো জাহাজকে ধাক্কা দেয়। ছাই বহনকারী জাহাজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে জাহাজটি একদিকে কাত হয়ে হুগলি নদীতে ডুবে যায়। তবে ওপাশ থেকে আসা জাহাজটি খালি পাওয়া গেছে।

    দুর্ঘটনার পর বাংলাদেশি জাহাজে থাকা ৯ ক্রু সদস্যের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে খালি জাহাজের শ্রমিকরা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় লোকজন ছোট নৌকায় করে দুর্ঘটনাকবলিত জাহাজটিতে পৌঁছায়। এরপর একে একে জাহাজের প্রতিটি ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে বিপর্যস্ত জাহাজটিকে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা।
    জালাল শেখ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালে অতিরিক্ত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জাহাজডুবির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের স্থানীয় লোকজনও এসে নদীর তীরে ভিড় জমায়।

    বাংলাদেশে ডুবে যাওয়া জাহাজের শ্রমিক পুলক কুমার মণ্ডল মো. আমরা যেতে যেতে বাম দিক থেকে জাহাজটি আমাদের ধাক্কা মারে। ওই সময় একই স্থানে নদীতে আরও ৫টি জাহাজ ছিল। শুধুমাত্র কুয়াশার কারণেই এই দুর্ঘটনা তা মানতে রাজি নন তিনি। অন্য জাহাজটি সঠিক নির্দেশনা না মানায় দুর্ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর বাংলাদেশ সংস্থাকে জানানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষ আলীম উজজামানের অপসারণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও...