More

    ইতালিতে অভিবাসী নৌকাডুবিতে অন্তত ৩০ জন নিহত

    অবশ্যই পরুন

    ইতালির দক্ষিণে সাগরে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়।

    ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১০০ জন যাত্রী নিয়ে নৌকাটি তীরে পৌঁছানোর আগেই একটি পাথরে ধাক্কা লেগে ভেঙে পড়ে বলে জানা গেছে। খবর- বিবিসি।

    দুর্ঘটনার পর সৈকত থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে।

    ইতালির জাতীয় অগ্নিনির্বাপক বিভাগ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে যে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    নৌকাটি কোথা থেকে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতালীয় বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, যাত্রীদের মধ্যে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক রয়েছে।

    বার্তা সংস্থাটি আরও জানিয়েছে যে দুর্ঘটনার সময় আবহাওয়া বৈরী ছিল এবং সমুদ্র উত্তাল ছিল। নৌকাটি পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়।

    উল্লেখ্য যে, দারিদ্র্য ও সংঘাত থেকে বাঁচতে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ আফ্রিকা থেকে ইতালিতে পালিয়ে যায়। ২০১৪সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০,৩৩৩ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষ আলীম উজজামানের অপসারণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও...