More

    ধর্ষণের শিকার বাংলাদেশিকে নির্দেশ ভারতীয় আদালতের

    অবশ্যই পরুন

    ভারতে ধর্ষণ ও নিপীড়নের শিকার একজন বাংলাদেশি নারীকে নির্ভয়া তহবিল থেকে ৭ লাখ রুপি ক্ষতিপূরণ দানের নির্দেশ দিয়েছেন দেশটির একটি রাজ্য আদালত। ভারতের গণমাধ্যমগুলো বলছে, সম্ভবত এই বাংলাদেশি নারীই প্রথম বিদেশি যিনি ধর্ষণের শিকার হয়ে এ ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। সংগত কারণে গণমাধ্যমগুলোয় তার নাম প্রকাশ করা হয়নি।
    সেই তরুণী এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছেন। তাই আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্যাতিতার উপস্থিতি নিশ্চিত করে ই-পেমেন্টের মাধ্যমে তার অর্থ পৌঁছে দেওয়া হয়।

    বেঙ্গালুরুর এক সিভিল দায়রা আদালতের দেওয়া এক আদেশে বলা হয়েছে, ‘অপরাধের তীব্রতা ও অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আদালত মনে করছেন, নির্যাতনের শিকার নারী নালসার (ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি) অধীনে ৭ লাখ রুপি ক্ষতিপূরণ তার প্রাপ্য।’

    গণধর্ষণ থেকে প্রাণে বেঁচে যাওয়া মেয়েটি দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এ ঘটনার পর তার স্বামী তাকে ত্যাগ করেছেন। এসব মানসিক আঘাত নিয়েই তিনি বাংলাদেশের কিশোরগঞ্জে জীবন পুনরায় শুরু করার চেষ্টা করছেন।

    আগের সেই ঘটনার কথা মনে করে তিনি বলেন, ‘আমি আর্থিক ও মানসিকভাবে খুব দুর্বল ছিলাম। আমার বন্ধু রিয়া আমাকে ৪০ হাজার টাকা মাসিক বেতনে বেঙ্গালুরুতে একটি বিউটি পারলারে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ এর পরিবর্তে আমার পরিচিত লোকেরাই আমাকে পতিতাবৃত্তিতে বাধ্য করে। রিয়া আমাকে আশ্বস্ত করেছিল যে সে আমাকে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হতে সাহায্য করবে। আমি রাতে সীমান্ত পার হই। সেখানে একজন ব্যক্তি আমাদের গ্রহণ করেন এবং আমার ছবিসহ একটি আধার কার্ড এবং ধানটোলা (পশ্চিমবঙ্গ) থেকে নাদিয়া নামে একটি সিম ও বেঙ্গালুরুতে আমার ফ্লাইটের টিকিট দিয়েছিলেন।’

    পরে বেঙ্গালুরু পৌঁছালে তাকে বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। সেখানে পাচারের শিকার ১২ জন তরুণীকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে ২০২১ সালের মে মাসে রামামূর্তি নগরে একটি ভাড়া বাড়িতে তিনি হৃদয় নামে এক টিকটকার ও তার বন্ধুদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন। এ ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পর হৃদয়বাবুকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এমনকি বাংলাদেশেও হৃদয়বাবুর বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। যারা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত।

    সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...