More

    ইফতার অনুষ্ঠান আয়োজনে জেলেনস্কি

    অবশ্যই পরুন

    আয়োজিত এই ইফতারে মুসলিম চাকরিজীবী, মুসলিম দেশগুলোর কূটনৈতিক কর্পের প্রতিনিধি ও কিয়েভে বসবাস করা তাতার মুসলিম জনগোষ্ঠীর সদস্যরা যোগ দেন।

    ২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে যখন রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়। তখন সে ভোট প্রত্যাখ্যান করেছিল সেখানে বসবাসরত তাতার গোষ্ঠী।

    ইউক্রেন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কি মুসলিম সম্প্রদায়ের সদস্যদের ধন্যবাদ জানান। বেশ কয়েকজন মুসলিম সেনাসদস্যকেও যুদ্ধে ভুমিকা রাখার জন্য পুরষ্কৃত করেন তিনি।

    ইফতার অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, ‘আমি নিশ্চিত করছি যে ইউক্রেন প্রতিটি মানুষকে মূল্য দেয়, প্রতিটি সম্প্রদায়কে মূল্য দেয়। বৈচিত্র ইউক্রেনের চরিত্রের অংশ।’

    ইউক্রেনের মতো রাশিয়াতেও মুসলিমদের বসবাস রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। একেবারে শুরুর দিন থেকেই চেচেন মুসলিম গোষ্ঠী ইউক্রেনে মস্কোর হয়ে যুদ্ধ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...