More

    জলবায়ু পরিবর্তন: ভারতে গ্রামের নারীদের জোর করে যৌনদাসী বানায় পাচারকারীরা

    অবশ্যই পরুন

    সুন্দরবনের ভারতীয় অংশের ম্যানগ্রোভ বন। ইউনেস্কো হেরিটেজের এই স্থানটি ‘ভারতে ঘূর্ণিঝড়ের রাজধানী’ হিসেবে পরিচিত। কলকাতা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এর অবস্থান। জেলাটির নাম দক্ষিণ ২৪ পরগণা। প্রতি ২০ মাসে গড়ে একবার ঘূর্ণিঝড় হয় এখানে। এর ফলে পুরো দেশের ওপর একটি খারাপ প্রভাব ফেলে। ম্যানগ্রোভ ফরেস্ট ঐতিহাসিকভাবে এসব বাজে আবহাওয়া থেকে সুরক্ষা দিয়ে থাকে। এই বন ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রতিকূলতা প্রতিরোধ করে। এ খবর দিয়ে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, এখানে বসবাসকারীরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। কিন্তু গবেষণায় দেখা গেছে, মৌসুমি এসব ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

    ঘন ঘন এমন ঝড় হচ্ছে। এর কারণ জলবায়ু বিষয়ক সংকট। ২০২১ সালের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াস তীব্র শক্তি নিয়ে আঘাত হানে এ অঞ্চলে। এখানে মাটিতে তৈরি বেশির ভাগ বাড়ি। এমন বাড়ির সংখ্যা তিন লাখ। তার মধ্যে তারা নামে এক নারীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পরিণাতে তা ধ্বংস হয়ে যায়। এই ঘূর্ণিঝড়ের ফলে তারা’র (ছদ্মনাম) পরিবারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। বাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় তাদের জীবনধারাও পাল্টে গেছে। এর ফলে ১১ বছর বয়সী তারাকে পাচার করা হয় যৌনতায়। বলতে গেলে তাকে বানানো হয় যৌনদাসী।

    তারার পিতা ড্রাইভার হিসেবে কাজ খুঁজে পেতে গ্রাম ছেড়ে কলকাতা চলে যেতে বাধ্য হন। তারার বয়স যখন ৬ বছর তখন তার মা মারা গেছেন। ঘূর্ণিঝড়ে ওই গ্রামটি পুরোপুরি পানির নিচে চলে যায় কয়েকদিন। ফলে তারা বা তার দাদীর অবস্থান করার মতো কোনো স্থান ছিল না। এ অবস্থায় তারা খুব কাছাকাছি থাকেন এমন এক আন্টির সঙ্গে বসবাস করতে থাকেন। তারার বিয়ে হয়ে যায়। তার স্বামী তাকে সঙ্গে রাখতে বেশ পছন্দ করতেন। কিন্তু সবার চোখে এটা ছিল একটি ভুল বিচার। তারার দাদীর নাম আরাভি (ছদ্মনাম)। তিনি বলেন, ২০২১ সালের আগস্টে তারাকে অপহরণ করা হয়। পাচার করা হয় ১৬০০ কিলোমিটার দূরে দিল্লিতে। সেখানে তাকে দেহব্যবসা করতে বাধ্য করানো হয়। এ বিষয়ে তারা বলেন, একদিন আমার আঙ্কেল আমাকে তার সঙ্গে নিয়ে যান। তিনি আমাকে চাপাড়ি এবং লাড্ডু খেতে দেন। তা খাওয়ার পর আমি বেহুঁশ হয়ে পড়ি। যখন হুঁশ ফেরে নিজেকে দেখতে পাই একটি ট্রেনের ভিতর। খুব ভয় পেয়ে যাই। দিল্লিতে নিয়ে আমাকে একটি বাড়িতে রাখা হয়। ওই বাড়িটি ছিল বিচ্ছিন্ন। অর্থাৎ বাইরের কোনো মানুষের সঙ্গে ওই বাড়ির কোনো যোগাযোগ ছিল না। আমার সঙ্গে কি ঘটেছে তাও আমি বুঝতে পারলাম না। পাচার বলতে কি বুঝায় তাও আমি জানি না।

    সুত্রঃ মানবজমিন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...