অনলাইন ডেস্ক: জাপানের বন্দর নগরী ওয়াকায়ামায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বক্তব্য শুরুর সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (১৫ এপ্রিল) হওয়া এ ঘটনায় সাধারণ মানুষ ভিড় ঠেলে পালানোর চেষ্টা করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সে সময় প্রধানমন্ত্রীকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ এরই মধ্যে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে।
জাপানের কিয়োডো নিউজের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী সাইগাসাকি ফিশিং বন্দরে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় একটি বিস্ফোরণ ঘটে, একজন লোক ভিড় থেকে উঠে এসে কিশিদার দিকে ‘আন ‘স্মোক বোম্ব’ সদৃশ কিছু একটা নিক্ষেপ করে।
জাপানি কর্মকর্তাদের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনায় প্রধানমন্ত্রী অক্ষত আছেন এবং তাকে নিরাপদে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত বছর কিশিদার পূর্বসূরি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জাপানের সামরিক বাহিনীর ৪১ বছর বয়সী সদস্য তেতসুয়া ইয়ামাগামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তিনি হত্যার কথা স্বীকার করেন।