More

    হার্ট এটাকেই মারা গেলেন প্রখ্যাত হার্ট স্পেশালিস্ট সার্জন

    অবশ্যই পরুন

    সুপরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ গৌরব গান্ধী মারা গেছেন হার্ট অ্যাটাকে। ষোল হাজারের বেশি সফল হার্ট সার্জারি করেছেন তিনি।
    মঙ্গলবার (৬ জুন) ভারতের গুজরাট রাজ্যের জামনগর শহরে মাত্র ৪১ বছর বয়সে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে।দেশটির পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, গৌরব গান্ধী বেশ সুপরিচিত কার্ডিওলজিস্ট ছিলেন এবং তিনি ১৬ হাজারেরও বেশি হার্ট সার্জারি করেছিলেন।এনডিটিভি বলছে, গুজরাটের জামনগর শহরে সুপরিচিত কার্ডিওলজিস্ট ডা. গৌরব গান্ধী। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
    গত মঙ্গলবার ভোরে ডা. গান্ধীর আকস্মিক মৃত্যু হয়। এই ঘটনায় শহরে শোকের ছায়া নেমে আসে। একইদিন সন্ধ্যায় শ্মশানে তার শেষ যাত্রায় শত শত শোকার্ত মানুষ যোগ দেন। হাজার হাজার অস্ত্রোপচারের জন্য পরিচিত এই ডাক্তারের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
    ডা. গৌরব গান্ধী জামনগর শহরের গুরু গোবিন্দসিংহ সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। সূত্র: জনকণ্ঠ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, শয্যা সংকটে এক বেডে ৩ শিশু

    বরিশালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সের মানুষ। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি হওয়ায় শয্যা...