More

    পাখিমারা পাট গবেষণায় বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানোর প্রতিবাদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাখিমারা পাট গবেষণা উপকেন্দ্রের সামনে অর্ধশতাধিক শ্রমিকসহ স্থানীয় মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

    মঙ্গলবার সকাল ১০টায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, লিটন হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মো. কুদ্দুস সিকদার প্রমুখ।

    বক্তারা স্থানীয় শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়ার পাশাপাশি বহিরাগতদের নিয়োগ বাতিলের দাবি জানান। শ্রমিক ছালাম তালুকদার জানান, তিনি ২০১৬ সাল থেকে এখানে কাজ করছিলেন। হঠাৎ করে পাখিমারা পাট গবেষণা কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের ঘুষের বিনিময় স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে নড়াইল ও বাগেরহাট জেলার দুইজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।

    পাঠ গবেষণা ইনস্টিটিউট পাখিমারা উপকেন্দ্রের চলতি দায়িত্বে থাকা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার জানান, এখানে অনিয়মিত দুই জন এবং নিয়মিত ১১ জন শ্রমিক কাজ করছে। বর্তমানে নতুন দুই জন শ্রমিক উর্ধতন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন, এ বিষয় তার কিছুই করার নেই। নিয়োগ প্রক্রিয়ায় তার কোন হস্তক্ষেপের সুযোগ নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ছাত্র সমাজ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে...