ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
বাউফল পৌরসভার ইমাম কমিটির উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) পবিত্র জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, থানা মসজিদের খতিব মাওলানা আবু তাহের, গোলাবাড়ী শাহী মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, বাংলাবাজার পঞ্চায়েত বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইমাম হোসেন, কলেজ মসজিদের খতিব ও পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ শাহজাহান এবং সাধারণ সম্পাদক মোঃ আইউব বিন মসা প্রমুখ।
এতে পৌরসভার বিভিন্ন মসজিদের সহাস্রাধিক মুসল্লিরা অংশগ্রহণ করেন।