More

    বীর মুক্তিযোদ্ধা হাবিব খান দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিনে উজিরপুর বানড়ীপারা ( বরিশাল ০২ ) সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করার জন‍্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান।

    আওয়ামীলীগের প্রবীণ হামলা মামলা কারাবাস উপেক্ষা করে দূর্দিনে নেতৃত্ব দেয়া রাজনৈতিক নেতা হাবিবুর রহমান খানের পরিচ্ছন্ন বণাঢ‍্য রাজনৈতিক কর্মকান্ডে নির্বাচনী এলাকায় পরিচিতি রয়েছে।

    ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আঞ্চলিক বেইজ কমান্ডার হিসেবে জিবন বাজি রেখে পাক হানাদার বাহিনীর মোকাবেলা করেছেন, স্বাধীনতা পরবর্তী সময় চাখার ফজলুল হক কলেজের ছাত্র সংসদের এজিএস এবং ভিপি নির্বাচিত হয়ে ছাত্র রাজনিতির নেতৃত্বে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ‍্যয়ন কালে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত‍্যা করা হলে হত‍্যাকান্ডের প্রতিবাদে ছাত্রদের সংগঠিত করতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আহবায়ক দ্বায়ীত্ব পালন করেন।

    ১৯৭৯ সালে তৎকালীন শাসক জেনারেল জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে জিয়াকে বঙ্গবন্ধুর খুনি আখ‍্যা দিয়ে প্রত‍্যক্ষ বাধা প্রদান করে হত‍্যাকান্ডের প্রতিবাদ করে তৎকালীন সৈর শাসকের নিপীড়ন সহ‍্য করেন।

    মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী ঘাতক দালাল বিরোধী আন্দোলন প্রতিষ্ঠায় সংগঠকের ভুমিকা পালন করেন।

    শৈরশাসক এরশাদের শাসনামলে ৮০ দশকে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত‍্যাবর্তনের পরে তৃনমুল আওয়ামীলীগের রাজনীতি প্রতিষ্ঠায় তৎকালীন সময়ের হামলা মামলা রক্তচক্ষু উপেক্ষা করে উজিরপুর বাবুগঞ্জ বানরীপারার প্রতিটি কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন সে বিষয়ে উজিরপুর বানরীপারা এলাকার আওয়ামী ঘরানার নবীন প্রবীণ প্রতিটি কর্মি শ্রদ্ধাভরে স্বীকার করে।

    এলাকার প্রবীণ আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার তালুকদার বলেন বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিলাম ৭৫ পরবর্তী সময়ে লুটেরা বাহিনী লুটপাট করেছে বর্তমানে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ মর্যাদার আসনে পৌছেছে তাই উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্ন রাজনীতি

    প্রতিষ্ঠায় দলের দুর্দিনে পাশে থাকা নেতাদের মুল‍্যায়নে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খানের মতো নেতাদের আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করলে বিপুল ভোটে আওয়ামীলীগ জয় লাভ করার আশা ব‍্যক্ত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

    অবরোধ ভেঙে গাজায় যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের...