স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে ভান্ডারিয়া পৌরসভা দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত হাসামে হাওলাদারের পুত্র মোঃ সেলিম হাওলাদার ও মোঃ সিদ্দিক হাওলাদারের টিনসেট কাঠের দুইটি বসতঘর পুড়ে যায়।
দুর্ঘটনায় তাদের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন। স্থানীয় সূত্র জানায়, আনুমানিক রাত সারে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে সেলিম হাওলাদার ও সিদ্দিক হাওলাদারে ঘরে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে আগুন লাগার বিষয়ে জানালে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ঘরে কেউ ছিলনা সবাই পার্শ্ববর্তি কানুয়া গ্রামে ওয়াজ মাহফিল ও শুনতে যান। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান।