স্টাফ রিপোর্টারঃ বরিশালের হিজলা উপজেলায় দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ হলেও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংর্ঘষ অব্যাহত রয়েছে। নির্বাচন পরবর্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক হামলা মামলা হয়েছে একাধিক।
সোমবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজারে স্থানীয় সংসদ পংকজ নাথ সমর্থক গণি বাগা ও তার ছেলে মিজানকে হামলা করে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসাধীন গণি বাগা বলেন আমি সাংসদ পংকজ নাথের ঈগল মার্কার পক্ষে নির্বাচন করি।
তাই সাম্মী আহমেদের অনুসারী মিলন চেয়ারম্যানের নেতৃত্বে নুর ইসলাম সরদার,মাইনুদ্দিন সরদার,সামিম সিকদার,শুকুর সিকদার শাহজালাল বেপারী সহ কয়েকজন মিলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হামলা করে। এ বিষয়ে হামলাকারী নুর ইসলামের বাবা ইউপি সদস্য কালাম সরদার বলেন তবে শুনেছি চরকিল্লা বাজারে মারামারি হয়েছে।কে বা কাহারা করেছে আমার জানা নেই। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর জানায় হামলার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।তৎক্ষনিক ৩ জন আসামীকে আটক করা হয়েছে।