নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ মারতে গিয়ে জমির পাশে ইদুর মারার বৈদ্যুতিক ফাদে পড়ে নাদিম(২৪), এমাম(২০) নামে দুই আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে ৮নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় রিপন নামে জনৈক এক ব্যাক্তি ওই জমি চাষ করতেন।
তিনি ওই জমিতে বৈদ্যুতিক ফাদ পেতে ছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন। নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো: মিজান বলেন, নাদিম এবং এমাম তারা দুইজনে আপন ভাই। শুক্রবার রাতে কোচ দিয়ে তারা খালের পাড়ে মাছ মারতে বের হন। মাছ মারতে বের হয়ে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাদ পেতে ছিলেন।
নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেচিয়ে হয়তে মারা গেছেন। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেন। নিহত নাদিম এবং এমাম ওই গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।
নাদিমের ঘরে একটি ছোট সন্তান রয়েছে। নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, “ঘটনা সত্য। চাষি তার জমিতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই ।
তারা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনে বিদ্যুতে তারা মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ততের জন্য পিরোজপুর পাঠানো হবে। আমরা ঘটনাস্থলে রয়েছি”