More

    বরিশালে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    মাদক বিক্রির প্রতিবাদ করায় মো. রেজাউর রহমান অপু নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) কয়েকজন শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন সড়ক দিয়ে রিকশাযোগে যাওয়ার প্রাক্কালে তার ওপর স্থানীয় তালহা জুবায়ের এবং হাবিবুর রহমান বাপ্পির নেতৃত্বে আইএইচটির অন্তত ১০ শিক্ষার্থী এই হামলা করে।

    রিকশা থেকে টেনে হিচড়ে রাস্তায় ফেলে কুপিয়ে ও পিটুনি দিয়ে অপুকে পার্শ্ববর্তী পরিত্যক্ত ভবনের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। পরবর্তীতে ভোর রাতে যুবকের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

    সোমবার সকালে সংঘাত ও রক্তপাতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে কোটি টাকার আরসিসি ঢালাইয়ের রাস্তা একদিনেই ফাটল

    বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি সড়কে আরসিসি ঢালাই করার একদিনেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। কাজে অনিয়ম হওয়ায় এমনটি...