More

    বরিশালে কোটি টাকার আরসিসি ঢালাইয়ের রাস্তা একদিনেই ফাটল

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি সড়কে আরসিসি ঢালাই করার একদিনেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। কাজে অনিয়ম হওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এতে ক্ষোভ দেখা দিয়েছে পথচারী ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডির অধীনে আমপান প্রকল্পের আওতায় উপজেলার রহমতপুর বাজার থেকে কৃষি কলেজের মোড় পর্যন্ত প্রায় ১.৫০ কোটি টাকা ব্যয়ে সড়কের কাজটি পায় ইউনুস এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

    বাজারের মোট ৫০০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আরসিসি ঢালাইয়ের কাজ করা হয়। পরে সকালেই সড়কটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। রাতে ঢালাইকাজের সময় দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার দাস দিনের বেলায় উপস্থিত থাকলেও রাতের সময় কোন দায়িত্বপ্রাপ্ত ছিলেন না বলে অভিযোগ স্থানীয় ও বাজারের ব্যবসায়ীদের। ইউনুস এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ পক্ষ কাজটি তদারকি করেন মোক্তার হোসেন।

    এদিকে ঘটনাস্থলে সাংবাদিক যাওয়ার খবর পেয়ে সংশ্লিষ্টরা তাড়াহুড়ো করে কচুরিপানা ও পাটের বস্তা দিয়ে সড়ক ঢেকে দেন ঠিকাদারদের দায়িত্বরতরা। স্থানীয় বাজার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন কাজ না করার কারণে বেহাল দশা হয়েছিল। সম্প্রতি সড়কে আরসিসি ঢালাই ও সংস্কারের কাজ আসে। শনিবার সড়কে আরসিসি ঢালাই দেওয়া হয়। ওইদিন মধ্যরাত পর্যন্ত ঢালাইয়ের কাজ চলে। পরে সকালে আরসিসি ঢালাইয়ের বিভিন্ন জায়গায় ছোট-বড় ফাটল দেখা দেয়। ঢালাই কাজে ব্যবহৃত উপাদান নিম্নমানের হওয়ায় একদিনেই ওই ফাটল দেখা দিয়েছে।

    সড়কে গাড়ি চলাচল শুরু হলে অল্প দিনেই সড়কটি নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব থাকা মোক্তার হোসেন বলেন, ঢালাইয়ের দেওয়া পর পানি দিতে হয়। এটা টেকনিক্যাল কোনো সমস্যা না। হালকা ফাটল দেখা দিয়েছে। পরে কোম্পানির লোকজন ফাটলে গ্যারাটিন দিয়েছেন।

    বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী এনামুল হক আলীম বলেন- এটা রেডিমিক্স দিয়ে ঢালাই করা হয়েছে। ঢালাইয়ের পরে শুকানো শুরু হলে কিছুটা চুলফাড়া দিতে পারে। পরে কিউরিং হলে ঠিক হয়ে যায়। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের করা হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) সংসীয় আসনে বিএনপি, জামাত দ্বিমুখী লড়াই তুঙ্গে। অবস্থান শক্ত করতে তৎপর ইসলামী আন্দোলন

     বরিশাল সংবাদ দাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাজানো...