বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনে নির্বাচনি প্রচারনাকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর বৃদ্ধা মাতার ওপর জামাত কর্মীদের সংঘটিত হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জামাতের বিরুদ্ধে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলনের বেতাগী উপজেলা কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। একই সময় তিনি নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টায় বামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের মাঠকর্মী মো. হাসিব (২৫) ও মো. ইউনুস (২৬)সহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে নাসির উদ্দীন (৪০)‘র ওপর হামলা করে।
এ সময় কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে তাদের গুরুতর আহত করে। ছেলেকে রক্ষা করতে গেলে তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধ মা মিনারা খাতুনের ওপরও হামলা করা হয়। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ¦ মুফতি মিজানুর রহমান কাশেমী অভিযোগ করেন, একজন আলেম ও তাঁর অসহায় মায়ের ওপর এ ধরনের হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়; বরং এটি নারী সম্মান, পারিবারিক মর্যাদা এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। পর্দা ও শালীনতার মতো ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃত বিষয়ে মত প্রকাশের কারণে সন্ত্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ¦ মুফতি মিজানুর রহমান কাশেমী বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি নিজেদের কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক
