More

    ইসলামী আন্দোলনের কর্মি মারধরের প্রতিবাদে জামাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনে নির্বাচনি প্রচারনাকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর বৃদ্ধা মাতার ওপর জামাত কর্মীদের সংঘটিত হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জামাতের বিরুদ্ধে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলনের বেতাগী উপজেলা কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। একই সময় তিনি নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টায় বামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের মাঠকর্মী মো. হাসিব (২৫) ও মো. ইউনুস (২৬)সহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে নাসির উদ্দীন (৪০)‘র ওপর হামলা করে।

    এ সময় কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে তাদের গুরুতর আহত করে। ছেলেকে রক্ষা করতে গেলে তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধ মা মিনারা খাতুনের ওপরও হামলা করা হয়। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ¦ মুফতি মিজানুর রহমান কাশেমী অভিযোগ করেন, একজন আলেম ও তাঁর অসহায় মায়ের ওপর এ ধরনের হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়; বরং এটি নারী সম্মান, পারিবারিক মর্যাদা এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। পর্দা ও শালীনতার মতো ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃত বিষয়ে মত প্রকাশের কারণে সন্ত্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ¦ মুফতি মিজানুর রহমান কাশেমী বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি নিজেদের কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) সংসীয় আসনে বিএনপি, জামাত দ্বিমুখী লড়াই তুঙ্গে। অবস্থান শক্ত করতে তৎপর ইসলামী আন্দোলন

     বরিশাল সংবাদ দাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাজানো...