More

    বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) সংসীয় আসনে বিএনপি, জামাত দ্বিমুখী লড়াই তুঙ্গে। অবস্থান শক্ত করতে তৎপর ইসলামী আন্দোলন

    অবশ্যই পরুন

     বরিশাল সংবাদ দাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাজানো ভোটের বাগানে ভাগ বসাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৪ এর ৫ই আগস্টের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর এক প্রকার দ্বিমুখী ভোট যুদ্ধের প্রচার প্রচারণায়ই ছিল লক্ষণীয়।

    কিন্তুু জামাত জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন ভাগাভাগির ঐক্যের টানাপোড়নে হঠাৎ করে ত্রিমুখী ভোট যুদ্ধে রুপ নিল আসনটি। বর্তমানে বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনটি থেকে গুরুত্বপূর্ণ তিন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে চলছে ভোটের ব্যাপক প্রচারনা। এদের মধ্যে বিএনপি’র বরিশাল দক্ষিণ জেলা আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওঃ মাহমুূদুন্ননবী তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ( শায়েখ চরমোনাই) র মধ্যে চলছে লক্ষ্যনীয় প্রচার প্রচারণা। দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বারের লাইফ লাইন হিসেবে খ্যাত মূলত এই আসনটিতে বিএনপির ঘাটি হিসেবে বেশ পরিচিতি আছে। এদিকে অত্র আসনটি নিজেদের কব্জায় নিতে জামাতে ইসলামী বাংলাদেশের কর্মীরা দীর্ঘ সময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে প্রচার প্রচারণায় ছিল তৎপর।

    বাকেরগঞ্জের এই আসনটি বিএনপির ঐতিহ্যের ঘাটি হিসেবে ধরে রাখতে পিছিয়ে নেই বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা। বিগত দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় ভোটারদের সমর্থন রয়েছে অপরদিকে জামায়াতে ইসলামী দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে পরিবর্তনের রাজনীতির বার্তা দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে।

    বাকেরগঞ্জ ৬ আসনের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ ভোটারদের সাথে আলোচনা করে দেখা যায়, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ ব্যবস্হা পেতে তারা আগ্রহী, এমন প্রার্থী তারা নির্বাচিত করতে চায় যার সহযোগিতায় সন্ত্রাস,চাঁদাবাজ, ও মাদকমুক্ত বাকেরগঞ্জ হবে। বাকেরগঞ্জের এই আসনটিতে ভোটের লড়াই জমেছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে।

    অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মর্যাদা লড়াইয়ে পড়ে গেছে এই আসনটিতে। কেননা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ( শায়েখে) চরমোনাই। জনসভা, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী সমর্থকরা সাংগঠনিক অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছে।

    বিএনপি এই আসনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হিন্দু ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিএনপির উদ্যোগে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যফ্রন্টের আয়োজনে করা হয়েছে সম্প্রীতির সমাবেশ। অপরদিকে জামাতে ইসলামীর পক্ষ থেকেও হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক টার্গেট করে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা।

    যেখানে তাদের সার্বিক নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই বাকেরগঞ্জের আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫ ৯৭ জন। এদের মধ্যে পুরুষ ১,৬০,০৫৫ জন, মহিলা ১,৫৫,৫৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৪ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইসলামী আন্দোলনের কর্মি মারধরের প্রতিবাদে জামাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনে নির্বাচনি প্রচারনাকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর বৃদ্ধা মাতার ওপর জামাত...