More

    গণভোট নিয়ে নতুন কোনো নির্দেশনা নয়, আইন স্পষ্ট করে প্রতিপালনের নির্দেশ- নির্বাচন কমিশনার

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি পটুয়াখালী প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, গণভোট সম্পর্কে নতুন কোন নির্দেশনা দেয়া হয়নি শুধুমাত্র আইনকে স্পষ্টিকরণ করে তা প্রতিপালনের জন্য বলা হয়েছে। গনভোট অধ্যাদেশ ২০২৫ এর ২১ ধারায় বলা হয়েছে সাধারণ নির্বাচনের জন্য যা যা অনিয়ম গণভোটের জন্যও সেগুলো অনিয়ম। সাধারণ নির্বাচনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোন পক্ষ অবলম্বন করে প্রচার-প্রচারণার সুযোগ নেই।

    গনভোট নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষকে অবহিত করতে পারবেন কিন্তু হ্যাঁ বা না ভোটের ব্যাপারে কোন অবস্থান নিতে পারবেন না। শুক্রবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো।

    নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু কোথাও যাতে অস্থিরতা সৃষ্টি না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন নির্বাচনের জন্য আমরা সহায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছি যাতে শতভাগ মানুষ ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

    জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোঃ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সহকারী রিটার্নিং অফিসারগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর আফিসারগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাবেক এমপি প্রার্থী আল -আমিন মোল্লা গ্রেপ্তার।

    মাদারীপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল-আমীন মোল্লাকে যশোরের বেনাপোল থেকে...