More

    গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার শপথ পাঠ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান। এ সময় সংগঠনের সদস্য মো. হামিদুল ইসলাম, মো. হেমায়েত উদ্দিন ও মো. সুমন মাহমুদুল উপস্থিত ছিলেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আলী জিন্নাহ, মাদ্রাসার সুপার মাও. মো. জয়নাল আবেদীন, সহ-সুপার মাও. মো. হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব সহকারী মো. শাজমুল ইসলাম, শিক্ষক এসএম মুশফিকুর রহমান, মাও. সামসুল ইসলাম, মাও. আবু বকর সিদ্দিক, খালেদা বেগম, মো. এলমাস উদ্দিন ও মো. মেহেদী হাসান। এছাড়া স্থানীয় সমাজসেবক সবুজ মোল্লা, মামুন মোল্লা ও জাহিদ হাওলাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের উপজেলা আহ্বায়ক মো. মিজানুর রহমান বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে এখনো বাল্যবিবাহের হার প্রায় ৫০ শতাংশের কাছাকাছি। উপকূলীয় ও অনগ্রসর এলাকায় এই হার আরও বেশি, যা উদ্বেগজনক।

    বাল্যবিবাহের কারণে বিশেষ করে মেয়েরা নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয় এবং পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হয়। তিনি আরও বলেন, সমাজ থেকে নারীর প্রতি সামাজিক সহিংসতা দূর করতে হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় ও সামাজিক সংগঠনের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আপনার আমাকে কলিজায় জায়গা দিয়েছেন, তা এই জনসমুদ্রই প্রমান করে-নূরুল ইসলাম মনি

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে পাথরঘাটা উপজেলার...