More

    কুয়াকাটায় উন্নয়ন কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। জনসভায়: এবিএম মোশাররফ হোসেন

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি,(পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি গণমানুষের দল। মানুষের মন জয় করেই বিএনপি রাজনীতি করে। মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

    জনগণের আস্থার কারণেই মানুষ সবসময় বিএনপির পাশে দাঁড়ায়। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে ভোট দিতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। একই সঙ্গে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাসহ উন্নয়ন কর্তৃপক্ষ গড়ে হবে।

    বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা চালু করা হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি স্কুল ও কলেজে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে একদিকে যুবসমাজ সুস্থ ধারায় ফিরবে, অন্যদিকে বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

    জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি সৈয়দ মোঃ ফারুক মীর এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।

    কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, যুবনেতা গাজী হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

    পাঠদান বন্ধ রেখে বরিশাল­-৫ (সদর ও নগর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা মতবিনিময় করেছেন...