কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১০ দলীয় ঐক্যজোটে ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদের দেয়ালঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণায় ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় হামলার ঘটনা ঘটেছে। বিএনপির ধানের শীষের প্রার্থীর পক্ষের বিএনপি কর্মী মো: জাফর মল্লিক, মো: দেলোয়ার মল্লিক, আব্দুল মালেক, আনোয়ারসহ আরও ১০–১২ জন নেতাকর্মী বৃহস্পতিবার দুপুরে অতর্কিতভাবে প্রচারকর্মীদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলাসার ইউনিয়নের সভাপতি ইলিয়াস হোসাইন, বাইতুলমাল সম্পাদক মো: কুতুব উদ্দিন এবং মো: জামাল হোসেন গুরুতর আহত হয়েছেন।
হামলাকারীরা তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ও ১০ দলীয় জোটের সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম যুগান্তকে জানান, বৃহস্পতিবার সকালে ডা. জহির উদ্দিন আহমেদের দেয়ালঘড়ির পক্ষে লিফলেট বিতরণের সময় হামলাকারীরা প্রচারকর্মীদের বাধা দেয় এবং বলে—“তোমরা এখানে প্রচার করতে পারবে না।” এ সময় তারা অশ্রাব্য ভাষায় গালাগালিও করে। এরপর পুনরায় প্রচারণা শুরু করলে আক্রমণের ঘটনা ঘটে। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
