More

    নারীদের সাথে যিনি বসতে পারেন না, তিনি কি সব মানুষের প্রতিনিধি হতে পরেন? :ডা. মনীষা

    অবশ্যই পরুন

    বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় টক শো ‘জনতার দরবার’-এ মঞ্চ থেকে সরানোর ঘটনা সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে ডা. মনীষা ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং অনুষ্ঠান পরিচালনায় চ্যানেল কর্তৃপক্ষের প্রতি সমালোচনা করেন।

    ডা. মনীষা অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালীন সময়ে তাকে মঞ্চ থেকে সরে যেতে বলা হয়। চ্যানেল কর্তৃপক্ষ জানান, প্রতি পর্বে একজন অতিথি পর্যায়ক্রমে বাইরে যাবেন এবং পরে আবার যুক্ত হবেন। কিন্তু ডা. মনীষা দেখেন, অন্য অতিথিদের ক্ষেত্রে এমন কোনও ব্যবস্থা নেয়া হয়নি। তিনি বলেন, এটি ছিল একটি মিথ্যা অজুহাত, যা স্বচ্ছতা ও সততার অভাবে করা হয়েছে।

    তিনি আরও অভিযোগ করেন, এই পদক্ষেপের পেছনে নারীবিদ্বেষক মনোভাব কাজ করেছে। বরিশাল-৫ চরমোনাই এলাকার একজন অন্য প্রার্থী নারীর সাথে বসতে অস্বস্তি বোধ করায় ডা. মনীষাকে সরানো হয়েছে। তিনি বলেন, এটি নারীবিদ্বেষের চরম বহিঃপ্রকাশ, আর চ্যানেল কর্তৃপক্ষ সেই মনোভাবকে সমর্থন করে সিদ্ধান্ত নিয়েছে। ডা. মনীষা এটিকে সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী ও অসৌজন্যমূলক আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন।

    তিনি আরও বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়া একজন আমন্ত্রিত অতিথিকে এভাবে সরানো পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন। ডা. মনীষার মতে, যদি আগে থেকে জানানো হতো যে এমন একজন অতিথি থাকবে, যিনি নারীর সাথে বসতে অনিচ্ছুক, তাহলে তিনি অনুষ্ঠানে অংশ নিতেন না। বক্তব্যের শেষাংশে তিনি প্রশ্ন তুলেছেন, যিনি জনসংখ্যার অর্ধেক অংশ, অর্থাৎ নারীদের সাথে বসতে পারেন না, তিনি কি সত্যিই সব মানুষের প্রতিনিধি হতে পারেন?

    ডা. মনীষা মনে করেন, চ্যানেল কর্তৃপক্ষ এমন মনোভাবকে জায়গা দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নজির স্থাপন করেছে। ঘটনার প্রেক্ষিতে বাসদের পক্ষ থেকে বৃহস্পতিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাবেক এমপি প্রার্থী আল -আমিন মোল্লা গ্রেপ্তার।

    মাদারীপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল-আমীন মোল্লাকে যশোরের বেনাপোল থেকে...